২০০টির বেশি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের ওপর! তারপরেও কীভাবে অক্ষত দেশ

দামাস্কাসে ইরানের কনস্যুলেটে ইজরায়েল হামলা চালায়। তারপরেই রবিবার সকাল থেকেই ইজরায়েলের ওপর ২০০টির ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কিন্তু তারপরেও ইজরায়েলের কোনও ক্ষতি সেভাবে হয়নি।

New Update
israel army edit.jpg

নিজস্ব সংবাদদাতা: দামাস্কাসে ইরানের কনস্যুলেটে ইজরায়েল হামলা চালায়। তারপরেই রবিবার সকাল থেকেই ইজরায়েলের ওপর ২০০টির ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কিন্তু তারপরেও ইজরায়েলের কোনও ক্ষতি সেভাবে হয়নি। কারণ ইজরায়েলের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকার সাহায্য নিয়ে ইজরায়েল তৈরি করেছে 'অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম'। এই সিস্টেমের ফলে যে কোনও ক্ষেপণাস্ত্র আকাশেই নষ্ট হয়ে যায়। ইজরায়েলের মাটিতে ধ্বংসলীলা চালাতে পারে না। জানা গিয়েছে, ইরানের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইজরায়েলের আকাশসীমা অতিক্রম করতে পারেনি। 

israel pm .jpg