বোমা দেখিয়ে বিপাকে ইজরায়েল! প্যারিস এয়ারশো-তে চরম অপমান

ফ্রান্সে চরম অপমানের মুখে ইজরায়েল।

author-image
Tamalika Chakraborty
New Update
israel

নিজস্ব সংবাদদাতা: প্যারিস এয়ারশো-তে বড়সড় বিতর্ক! ইজরায়েলের চারটি প্রধান প্রতিরক্ষা সংস্থার স্টল বন্ধ করে দিল ফ্রান্সের আয়োজকরা, কারণ সেগুলিতে প্রদর্শন করা হচ্ছিল বোমা ও আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র।

 ফরাসি নিরাপত্তা সংস্থার তরফ থেকে ইজরায়েলি কোম্পানিগুলোকে অফেন্সিভ বা ধ্বংসাত্মক অস্ত্র সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই নির্দেশ মানেনি। এর জেরে ফরাসি কর্তৃপক্ষ সরাসরি স্টলগুলিই বন্ধ করে দেয়।

iran

এই ঘটনায় ইজরায়েল ক্ষোভ প্রকাশ করে জানায়, "এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অসম্মানজনক"। প্যারিস এয়ারশো বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা প্রদর্শনী, যেখানে প্রতিবারই বহু দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেয়। ফ্রান্স এবং ইজরায়েলের মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক থাকলেও এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ফ্রান্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি না দিলেও এই পদক্ষেপের ফলে ইজরায়েল-ফ্রান্স সম্পর্কে টানাপোড়েন বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।