ইরানের কনস্যুলেট ধ্বংস... দায় স্বীকার ইজরায়েলের

ইজরায়েল সিরিয়ার দামাস্কাসে ইরানের কনস্যুলেট ভবন ধ্বংস করল। পাশাপাশি সিরিয়ায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্তাদের বাসভবন ধ্বংস করে। ঘটনায় আইআরজিসির সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদির মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
iran syria.jpg

নিজস্ব সংবাদদাতা: সিরিয়ায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বাসভবনে হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানের আল-আলম চ্যানেল নিশ্চিত করেছে যে দামাস্কাসে ইরানি কনস্যুলেট ভবন ধ্বংস হয়েছে।  ইজরায়েলি হামলার ফলে আইআরজিসির সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

israel defence.jpg

 tamacha4.jpeg