নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার কড়া হুঁশিয়ারি দিলেন লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ-কে। তিনি সাফ জানিয়ে দেন, ইরান ও ইজরায়েলের চলমান সংঘর্ষে যদি হিজবুল্লাহ জড়িয়ে পড়ে, তবে তার ফল খুবই ভয়াবহ হবে। ইজরায়েল আর সন্ত্রাসের হুমকি সহ্য করবে না — এবার পাল্টা জবাব আসবেই।
এই হুঁশিয়ারি আসে একদিন পর, যখন ইরান-ঘনিষ্ঠ হিজবুল্লাহ-র নেতা নাইম কাসেম ঘোষণা করেন, “ইজরায়েল ও আমেরিকা যেভাবে ইরানের উপর নিষ্ঠুর আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা ইরানের পাশে থাকব।”
এরই জবাবে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “হিজবুল্লাহ প্রধান এখনও তার পূর্বসূরিদের পরিণতি থেকে শিক্ষা নেয়নি। সে এখনও ইরানের একনায়কের আদেশে ইজরায়েলের বিরুদ্ধে হুমকি দিচ্ছে।”
তিনি আরও বলেন, “লেবাননের এই ছায়াসঙ্গঠন (proxy) যেন সাবধান হয়ে যায়। ইজরায়েল আর ধৈর্য্য হারায়নি, ধৈর্য্য শেষ হয়ে গেছে। সন্ত্রাস হলে, এবার হিজবুল্লাহ বলে কিছু থাকবে না।”
ইজরায়েলের এই মন্তব্য থেকে পরিষ্কার, পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তবে লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে বড়সড় সামরিক পদক্ষেপ নিতে একেবারেই পিছপা হবে না তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us