সাহায্যের আশায় দাঁড়িয়ে ছিল শিশুরা, আসল ঘরে ফিরল লাশ হয়ে! গাজায় ফের গণহত্যা

গাজায় ত্রাণ কেন্দ্রে ইজরায়েলের হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Gaza


নিজস্ব সংবাদদাতা: গাজা উপত্যকার উত্তরের আল-সুদানিয়া অঞ্চলে সাহায্যের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর নেমে এল মৃত্যু। হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন।

আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, এককভাবে তাদের হাসপাতালে ৪৫টি মৃতদেহ এসেছে। আশপাশের আরও তিনটি হাসপাতাল থেকে অনেক আহত ও নিহতের খবর মিলেছে। কয়েক সপ্তাহ ধরেই গাজায় খাবার ও ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ।

gaza

গত শনিবার গাজার তাইনাহ এলাকায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি একইভাবে নিহত হন। আজকের এই হত্যাকাণ্ড যেন সেই ঘটনারই ভয়াবহ পুনরাবৃত্তি।

এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার একাধিক এলাকায় নতুন করে ‘Evacuation Order’ জারি করেছে—যেখানে এখনো তারা সরাসরি অভিযান শুরু করেনি। এই এলাকাগুলিতে প্রায় লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। নতুন নির্দেশনার ফলে তারা আবারও বিপদের মুখে।