/anm-bengali/media/media_files/2025/08/04/gaza-an-2025-08-04-00-23-48.jpg)
নিজস্ব সংবাদদাতা: গাজা উপত্যকায় শনিবার ফের রক্তাক্ত ঘটনা ঘটল। ইসরায়েলি বাহিনী দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে গুলি চালালে অন্তত ১০ জন প্যালেস্টাইনবাসী নিহত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্যকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর ত্রাণকেন্দ্রের কাছে, যা ইসরায়েলি সেনাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বিস্ময়ের ব্যাপার হলো, এই ঘটনার ঠিক একদিন আগেই মার্কিন প্রতিনিধিরা ঐ কেন্দ্র পরিদর্শন করে GHF-কে “অসাধারণ মানবিক প্রচেষ্টা” বলে প্রশংসা করেছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/06/8065BwlsbF6ZRSMN9dBr.jpg)
একইদিন, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা বিভাগের প্রধান ফারেস আওয়াদ জানান, ইসরায়েলের জিকিম সীমান্ত ক্রসিংয়ের কাছে ত্রাণ পাওয়ার আশায় জড়ো হওয়া আরও ১৯ জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
চোখের সামনে না খেয়ে কঙ্কালসার হয়ে পড়ছে গাজার শিশু ও মানুষজন। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে বিশ্বজুড়ে চাপের মুখে ইসরায়েল সীমিত সময়ের জন্য “মানবিক বিরতি” ও বিমানপথে কিছু খাদ্য সরবরাহের ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে তার ফল কতটা কার্যকর, তা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ, যুদ্ধের ২২ মাস পেরিয়ে গেলেও গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষ আজ শুধুমাত্র ত্রাণের উপরেই নির্ভরশীল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us