New Update
/anm-bengali/media/media_files/1S5FpAs340miRqT9iptV.jpg)
নিজস্ব সংবাদদাতা: লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গাজার পাশাপাশি ইজরায়েল লেবাননে চারটি জায়গায় নতুন করে হামলা করেছে। গত সপ্তাহের শেষের দিকে এই হামলাগুলো করেছে। লেবাননে খিয়াম, তায়ের হারফা, ওদাইসেহের কাছে কাফারকেল্লা এবং রামিহ এবং বেইট লিফের মধ্যবর্তী অঞ্চলে হামলাগুলো করা হয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী লেবাননের চারটি জায়গার মধ্যে তিনটি জায়গায় বোমা হামলা নিশ্চিত করেছে।
/anm-bengali/media/media_files/i1hM3PMqdAKFQfeFIOHE.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us