ইজরায়েল-ইরান যুদ্ধের মাঝে ভারতীয় মানচিত্র বিকৃতি! কী উদ্দেশ্যে এই বিভ্রান্তিকর চিত্র?

ইজরায়েল-ইরান সামরিক সংঘর্ষের মাঝে ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
indan map by IDF


নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল-ইরান সামরিক সংঘর্ষের মাঝে নতুন বিতর্ক। শুক্রবার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) একটি মানচিত্র প্রকাশ করে যেখানে ইরানের মিসাইল রেঞ্জ চিত্রিত করা হয়। কিন্তু ওই মানচিত্রে ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলকে পাকিস্তানের অংশ এবং উত্তর-পূর্ব ভারতকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়। এই ভুল মানচিত্র নিয়ে ভারতের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়।

এই ঘটনার পর শনিবার IDF একটি ক্ষমাপ্রার্থনা জানিয়ে স্পষ্ট করে জানিয়েছে, “এই মানচিত্রটি কেবল একটি ভৌগলিক চিত্রায়ন, এটি সঠিক সীমান্ত উপস্থাপন করে না। যদি কেউ এতে আঘাত পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

ISRAEL ARMY .jpg

প্রসঙ্গত, মানচিত্রে দেখানো হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লায় ১৬টি দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, ইউক্রেন, চীন, সুদানসহ আরও কয়েকটি দেশ।

এই মানচিত্র প্রকাশের ঠিক আগেই ইজরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হানা চালায়। দাবি করা হয়, ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচিকে ধ্বংস করতেই এই হামলা। এই অভিযানে বহু শীর্ষ ইরানি সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে দাবি, আহত হয়েছেন আরও অনেকে।