BREAKING: হাইওয়েতে উল্টে গেল বাস! অনেকের আহত হওয়ার আশঙ্কা
ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনের উদ্দেশ্য পাল্টে গেছে?
পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করতে পারেনি ভারত? আসল সত্যটা কি তাহলে ফাঁস করলেন ইনি?
বিহার পরিবর্তন যাত্রা, দিনক্ষণ ঘোষণা হয়ে গেল! নেপথ্যে কে?
BREAKING: দাউদাউ করে জ্বলছে অট্টালিকা! ভেতরে আটকে ৫ জন
"পাকিস্তান নিজেই ভেঙে পড়তে চলেছে"- বড় দাবি করলেন এই গুরু!
হুথি বিমানবন্দরে হামলার পর ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সতর্কীকরণের জবাব দিল ইরান
মার্কিন সংবিধান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দুই শব্দের উত্তর!
BREAKING: নকশাল অপারেটিভকে গ্রেফতার, বড় আপডেট দিল সন্ত্রাসবিরোধী স্কোয়াড!

মানবিক ইজরায়েল! শরণার্থীদের জন্য করিডর খোলা রাখার ঘোষণা

গাজার সাধারণ মানুষ যাতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে, সেই কারণে বেশ কয়েকটি করিডর খোলার ঘোষণা করেছে ইজরায়েলের সেনাবাহিনী। পাশাপাশি কোথাও আটকে পড়লে ইজরায়েলি সেনাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
gaza hamas.jpg

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের প্রতিরক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, তাল-আল-হাওয়া, আল-সাবরা, আল-জেইতুন, আল-গারবি, দারজ আল-তুফাহ, আল-শুজাইয়া এবং জাবালিয়ার বাসিন্দাদের জন্য সালাহ আল শাহের করিডরটি বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে ওয়াদি গাজার দক্ষিণ দিকে সাধারণ মানুষ যেতে পারবেন। 

পাশাপাশি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সুজাইয়া এবং তুর্কমেনের পার্শ্ববর্তী অঞ্চলে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত যুদ্ধ বিরতি থাকবে। সেই সময় গাজার সাধারণ মানুষ ওই পথ ব্যবহার করে নিরাপদ জায়গায় যেতে পারেন। এছাড়াও যাঁরা হামাসের কারণে বন্দি অবস্থায় রয়েছেন। তাঁরা ইজরায়েলের প্রতিরক্ষা দফতরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারেন। ইজরায়েলের সেনা তাদের সাহায্য করবে।