New Update
নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর দুটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নতুন গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথমবার এমন হামলার দায় স্বীকার করলো এই গোষ্ঠী। উল্লেখযোগ্য যে, এই সরকারের প্রধান হলেন জিহাদি আহমেদ আল-শারা।
আইএস এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ার একটি রাস্তার পাশে পেতে রাখা বিস্ফোরক দিয়ে “বিধর্মী সিরিয়ান সরকারের” সাত সদস্যকে হত্যা ও আহত করেছে। হামলাটি ঘটেছে তালুল আল সাফা নামক দুর্গম মরু অঞ্চলে, যা সুয়েইদা প্রদেশে অবস্থিত।
সুয়েইদা অঞ্চলের একটি সামরিক সূত্র জানিয়েছে, বুধবার ফ্রি সিরিয়ান আর্মির (FSA) একটি গোয়েন্দা ইউনিট ওই এলাকায় আইএস-এর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। সে সময় তারা আইএস সদস্যদের একটি হামলার শিকার হয়। এতে এক যোদ্ধা নিহত এবং তিনজন আহত হন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us