“দেশে ফিরতে চাই”—আয়ারল্যান্ডে ভারতীয় যুবকের আর্তি, ছুরিকাঘাতে আতঙ্ক ছড়ালো অভিবাসীদের মধ্যে!

আয়ারল্যান্ড আর ভারতীয়দের জন্য নিরাপদ নয় বলে এক প্রবাসী ভারতীয় দাবি করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
ireland

নিজস্ব সংবাদদাতা: আয়ারল্যান্ডে বসবাসরত এক ভারতীয় নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। ‘X’ (পূর্বতন টুইটার)-এ “দক্ষ” নামের ওই ব্যক্তি জানিয়েছেন, আয়ারল্যান্ড এখন অভিবাসীদের জন্য আর নিরাপদ নয়, এবং দেশটি “ধ্বংসের পথে”। তাঁর এই মন্তব্য কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে পড়ে, নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া।

এই বিতর্কিত মন্তব্য আসে এক চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষাপটে—একজন নবাগত ভারতীয় অ্যামাজন কর্মীকে কিশোর অপরাধীদের একটি দল  ছুরিকাঘাত করে। সেই ঘটনার রেশ ধরেই দক্ষ তাঁর আবেগঘন পোস্টে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি—আয়ারল্যান্ড আর নিরাপদ নয়। এখন শুধু দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় আছি।”

Crime

তাঁর মতে, আয়ারল্যান্ডে তিনি তিন বছর আগে পা রেখেছিলেন অনেক স্বপ্ন ও আশার সঙ্গে। স্থানীয়দের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, অসাধারণ অভিজ্ঞতা হয়েছে—তবে পরিস্থিতি এখন পাল্টে গেছে। “এই দেশটা একসময় আমার পছন্দের তালিকায় ছিল বিদেশে কাজ বা পড়াশোনার জন্য, কিন্তু এখন আমি কাউকে আর এখানে আসতে বলি না,” তিনি পোস্টে লেখেন।

তিনি আরও বলেন, “জার্মানি বা যুক্তরাজ্যে চেষ্টা করুন, এমনকি আমেরিকাও ভালো বিকল্প। আয়ারল্যান্ড এখন আর আগের মতো নিরাপদ বা বন্ধুভাবাপন্ন নয়।”

অনেক অভিবাসী এবং প্রবাসী ভারতীয় এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করেছেন, আবার কেউ কেউ আয়ারল্যান্ডের বর্তমান সামাজিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ নিয়ে আইরিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গীাতোল্