ইসরায়েলকে পিষে ফেলতে চেয়েছিলাম, তারা পালিয়েছে —ইরানের পাল্টা বিস্ফোরক মন্তব্য

ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছিল বলে ইরানের তরফে দাবি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
iran leader khamenei

নিজস্ব সংবাদদাতা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের তীব্র নিন্দা জানালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই নাকি খামেনেইকে “কুৎসিত ও লজ্জাজনক মৃত্যু” থেকে রক্ষা করেছেন। এই মন্তব্যকে “অসম্মানজনক ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন আরাঘচি।

আরাঘচি বলেন, “যদি সত্যিই প্রেসিডেন্ট ট্রাম্প কোনও চুক্তির ব্যাপারে আগ্রহী হন, তাহলে তাঁকে অবশ্যই আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে অপমানজনক ভাষা পরিহার করতে হবে এবং তাঁর লক্ষ লক্ষ অনুগামীর হৃদয়ে আঘাত করা বন্ধ করতে হবে।”

Trump

তিনি আরও বলেন, “ইরানের মহৎ এবং শক্তিশালী জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে যে ইসরায়েলি শাসকগোষ্ঠীকে দৌড়ে গিয়ে 'ড্যাডির' শরণাপন্ন হতে হয়েছিল আমাদের ক্ষেপণাস্ত্রের সামনে পড়ে পিষ্ট হওয়ার ভয়ে। আমাদের জনগণ হুমকি এবং অপমান ভালোভাবে নেয় না। যদি এই ভ্রান্ত ধারণা আরও বড় ভুলের দিকে নিয়ে যায়, তাহলে ইরান তার বাস্তব ক্ষমতা প্রকাশ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না— যা কোনওভাবেই ইরানের শক্তি সম্পর্কে বিভ্রম টিকতে দেবে না।”

এই বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল।