“যুদ্ধ করবো, আলোচনা নয়!” ইরানের রণহুঙ্কার! ইসরায়েলের হামলা থামলে তবেই ভাবনা!

ট্রাম্পের আলোচনায় বসার প্রস্তাব খারিজ করে দিল ইরান।

author-image
Tamalika Chakraborty
New Update
trump and iran foreign miniter


নিজস্ব সংবাদদাতা: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি একটি গুরুত্বপূর্ণ ও স্পষ্ট বার্তা দিয়েছেন আমেরিকাকে। তিনি জানিয়েছেন, আমেরিকা ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তেহরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই মন্তব্য তিনি করেছেন ইরানের সংবাদমাধ্যমের কাছে।

আরাগচি বলেছেন, "আমেরিকানরা আমাদের সঙ্গে আলোচনার অনুরোধ করেছে, কিন্তু আমাদের জবাব ছিল একটাই—না।" তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে, ওয়াশিংটন ইতিমধ্যেই ইসরায়েলের সামরিক হামলায় পরোক্ষভাবে জড়িত। ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

israel pm .jpg

আরাগচি বলেন, “ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত বন্ধ করার দাবি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং তা আরও জোরদার হবে। তবে আমরা যা করছি, তা একেবারে বৈধ আত্মরক্ষা। এই আত্মরক্ষার লড়াই থামবে না।” তিনি সাফ জানিয়ে দেন, ইসরায়েল যদি তাদের সামরিক হামলা বন্ধ না করে, তাহলে ইরান কোনো রকম আলোচনায় বসবে না। এই মুহূর্তে কূটনৈতিক আলোচনা সম্ভব নয় বলেও জানান ইরানের বিদেশমন্ত্রী।

ইরান এই অবস্থান থেকে একচুলও সরতে নারাজ, এবং তারা নিজেদের প্রতিরক্ষা জারি রাখবে বলে বার্তা দিয়েছে গোটা বিশ্বকে।