/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তেহরানের এক অতি-গোপন বাঙ্কারে জরুরি নিরাপত্তা বৈঠকে যোগ দিতে গিয়ে ইসরায়েলি হামলায় আহত হলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স, যা বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত, জানিয়েছে—গত ১৬ জুন ইসরায়েলের ছয়টি শক্তিশালী বোমা ওই বাঙ্কারের প্রবেশ ও নির্গমনপথসহ ভেন্টিলেশন সিস্টেম লক্ষ্য করে নিক্ষেপ করে।
বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বাঙ্কারে উপস্থিত ছিলেন। হামলার পর প্রেসিডেন্ট পায়ে আঘাত পান বলে দাবি করা হয়েছে, যদিও তা গুরুতর নয়। তাঁকে ও অন্যান্যদের একটি জরুরি সুড়ঙ্গপথ দিয়ে বাইরে বের করা হয়।
ঘটনার সময় পুরো বাঙ্কারের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণে বাঙ্কারের সবগুলো প্রবেশপথ বন্ধ হয়ে গেলে ভিতরে থাকা উচ্চপর্যায়ের নেতৃত্ব চরম আতঙ্কে পড়েন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/13/iran-president-2025-07-13-23-59-11.jpg)
এই বাঙ্কারেই ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ (Supreme National Security Council)-এর বৈঠক চলছিল, যা সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর পর দেশের সবচেয়ে শক্তিশালী নীতিনির্ধারণী সংস্থা হিসেবে বিবেচিত।
এখন ইরানি গোয়েন্দারা সন্দেহ করছেন, বাঙ্কারের অবস্থান ও সময় সম্পর্কে ইসরায়েলি গুপ্তচররা আগে থেকেই তথ্য পেয়েছিল এবং তা থেকেই এমন লক্ষ্যভেদী হামলা সম্ভব হয়েছে। তবে এই প্রতিবেদন এখনও আন্তর্জাতিকভাবে যাচাই হয়নি। ইসরায়েলও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এই গোপন হামলার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এই হামলার কৌশল ও ইরানি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us