খেলা এখনও শেষ হয়নি!”ইরান হুঁশিয়ারি দিল আমেরিকাকে, যুদ্ধ কি আরও ভয়ংকর হবে?

ইরান এবার প্রতিশোধের আগুনে জ্বলছে।

author-image
Tamalika Chakraborty
New Update
iral president allies

নিজস্ব সংবাদদাতা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি রবিবার স্পষ্ট বার্তা দিলেন—মার্কিন বিমান হানায় ইরানের পরমাণু কর্মসূচি থেমে যাবে না।

মার্কিন সেনাবাহিনী শনিবার গভীর রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়— ফোরদো, নাটানজ ও ইসফাহান—নির্ভুলভাবে হামলা চালায়। উদ্দেশ্য ছিল, তেহরানের পারমাণবিক কর্মসূচিকে “ধ্বংস” করা।

কিন্তু শামখানি “ জানিয়েছেন, এই হামলা ইরানের পরমাণু শক্তিকে থামাতে পারবে না। তিনি বলেন,“পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হলেও খেলা শেষ নয়… আমাদের কাছে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম, নিজস্ব প্রযুক্তি জ্ঞান এবং রাজনৈতিক সংকল্প রয়ে গেছে।”

iran flag (1)

তিনি আরও বলেন, এই মুহূর্তে কৌশলগত সিদ্ধান্তই সবচেয়ে বড় বিষয়। “যে পক্ষ বুদ্ধিমত্তার সঙ্গে এগোয়, অন্ধ হামলা এড়ায়—জয় সেই পক্ষের। চমক আরও আসবে।”

বিশ্লেষকদের মতে, শামখানির এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরান হয়তো শীঘ্রই পাল্টা পদক্ষেপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে।