/anm-bengali/media/media_files/2025/06/29/iran-israel-confluct-a-2025-06-29-21-56-24.jpg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করল ইরান। রবিবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, আব্দুর রহিম মৌসাভি, ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু যে আগ্রাসন চালিয়েছেন, তাকে পূর্ণ শক্তিতে জবাব দিয়েছি।" ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় এই মন্তব্য করেন তিনি।
মৌসাভি আরও বলেন, “শত্রুদের প্রতিশ্রুতি রক্ষা করার বিষয়ে আমরা অত্যন্ত সন্দিহান, বিশেষত যুদ্ধবিরতি রক্ষা করা নিয়ে। আমরা সম্পূর্ণ প্রস্তুত, যদি আবার আক্রমণ করা হয়, তার উপযুক্ত জবাব দিতে।”
এই হুঁশিয়ারির প্রেক্ষাপট অত্যন্ত স্পর্শকাতর। কারণ মাত্র ছয় দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এরপর ১৩ জুন, ইসরায়েল ইরানে একটি ভয়াবহ বিমানহানা চালায়। এতে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান। তেহরানের দাবি, এই হামলা ছিল সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/31/ZETpCnwDOzxVlw1NF6Bv.jpg)
ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। অপরদিকে, ইরানের পাল্টা জবাব—তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও নাগরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য, যা আন্তর্জাতিক নিয়ম মেনেই চলছে।
এখন প্রশ্ন উঠছে—এই যুদ্ধবিরতি কি আদৌ টিকবে? নাকি ফের জ্বলবে মধ্যপ্রাচ্যের রক্তাক্ত আগুন?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us