“আমেরিকার একটামাত্র ফোনেই থেমে যাবে রক্তপাত”—ইরানি কর্মকর্তার চাঞ্চল্যকর দাবি

ইরানের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা দাবি করেছেন, ট্রাম্পের একটা ফোনে ইরান ইজরায়েল যুদ্ধ থেমে যেতে পারে।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump


নিজস্ব সংবাদদাতা: ইরানের এক প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা শুক্রবার একটি চাঞ্চল্যকর দাবি করেছেন, যেখানে তিনি বলেন—মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে একটিমাত্র ফোন কলেই ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ থামাতে পারে।

এই বক্তব্যটি দিয়েছেন ইরানি প্রেসিডেন্টের উপদেষ্টা মাজিদ ফারাহানি, যিনি মার্কিন সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে জানান, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলকে ফোন করে বোমাবর্ষণ বন্ধ করতে বলেন, তাহলে যুদ্ধ অবিলম্বে থেমে যেতে পারে।”

ফারাহানি বলেন, ইরান সবসময় নাগরিক স্তরের শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাস করে। সেটা সরাসরি হোক বা পরোক্ষভাবে, তা বড় কথা নয়। কিন্তু যতদিন না ইসরায়েলের বিমান হামলা বন্ধ হচ্ছে, ততদিন আলোচনার কোনো পরিবেশই তৈরি হবে না।

Donald Trump

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের হাতে যদি সত্যিই এই যুদ্ধ থামানোর ক্ষমতা থাকে, তাহলে এখনই সময় তা ব্যবহার করার।"

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এবং পাল্টা আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ফারাহানির মন্তব্য আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।