বাঙ্কারে লুকিয়েছিলেন, এখন ঈশ্বরের রক্ষক! আসিম মুনিরের মন্তব্য শোনার পরে ট্রোল সোশ্যাল মিডিয়ায়

আসিম মুনির সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ঈশ্বর তাঁকে পাকিস্তানকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
োেগস সহলগী ১

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন। তিনি দাবি করেছেন, ঈশ্বর নাকি তাঁকে দেশের রক্ষক বানিয়েছেন এবং তিনি কোনো রাজনৈতিক পদ চান না। এসময় তিনি বলেন, তিনি একজন সৈনিক, আর তাঁর সবচেয়ে বড় ইচ্ছে শাহাদাত লাভ করা।

পাকিস্তানে সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকে মুনির তাঁকে জানান যে তিনি রাজনীতিতে আসতে চান না, নিজেকে শুধু রাষ্ট্রের কর্মচারী হিসেবেই দেখেন। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, তাঁকে পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি করা হতে পারে।

pakistan army chief  a

এমনিতেই আসিম মুনির এর আগেও ভয়ঙ্কর মন্তব্য করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি প্রকাশ্যে বলেছেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, আর যদি তারা ডুবে যায়, তবে পৃথিবীর অর্ধেককে সঙ্গে নিয়ে যাবে। এমনকি তিনি হুমকি দিয়েছিলেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তান সেই বাঁধ উড়িয়ে দেবে।

ভারত এই হুমকির জবাবে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের ভয় দেখানোতে কেউ ভীত হয় না। দিল্লি জানিয়েছে, যে কোনো ধরনের পাকিস্তানি দুঃসাহসের জবাব দেওয়া হবে এবং সেটি যেমন দেখা গেছে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এ।

আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ চলছে। এক ব্যবহারকারী লিখেছেন, “যখন অপারেশন সিঁদুর চলছিল, তখন তো বাঙ্কারে লুকিয়েছিলেন, এখন হঠাৎ রক্ষক হয়ে গেলেন?” আরেকজন লিখেছেন, “ভারতের সেনাই তোমার সেই ইচ্ছে পূরণ করবে সঠিক সময়ে।” অন্য এক ব্যবহারকারী কটাক্ষ করে বলেন, “যখন সুযোগ ছিল তখন লুকিয়েছিলে, এখন মুখে মুখে বড় কথা বলছ, কিছুই হবে না।”