/anm-bengali/media/media_files/2025/09/22/flight-2025-09-22-19-49-06.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনব ঘটনায় আতঙ্ক ছড়াল। দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট থেকে একাধিক ভারতীয় যাত্রী হঠাৎ করেই নেমে যান। কারণ—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন সিদ্ধান্ত, যেখানে তিনি H-1B ওয়ার্ক ভিসার জন্য ১ লাখ ডলারের আবেদনের ফি ধার্য করেছেন।
ঘটনার ফলে ফ্লাইটের উড্ডয়ন তিন ঘণ্টা দেরি হয় এবং যাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। জানা গেছে, বিমানে থাকা অনেকেই বর্তমানে H-1B ভিসাধারী ভারতীয় নাগরিক। খবর ছড়িয়ে পড়তেই তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়—এখন যদি তারা যুক্তরাষ্ট্র ছেড়ে যান, তবে হয়তো আর ফিরতে পারবেন না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/srwurDF3dNJiMJkugVUS.jpg)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতর গণ্ডগোল শুরু হয়েছে। অনেক যাত্রী সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, কেউ ফোনে খবর খুঁজছেন, আবার কেউ একে অপরের সঙ্গে তর্ক-বিতর্ক করছেন কী করা উচিত তা নিয়ে। মুহূর্তেই গোটা কেবিন বিশৃঙ্খল হয়ে পড়ে।
এই অঘটনের কারণে ফ্লাইট ক্রু ও এয়ারলাইনস কর্তৃপক্ষকে যাত্রীদের শান্ত করতে হিমশিম খেতে হয়। তবে ট্রাম্পের ঘোষণার খবর সত্যি নাকি গুজব—তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us