/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মাত্র কয়েকদিন আগেই পা রেখেছিলেন আমেরিকায়, পাত্রপক্ষের সঙ্গে দেখা করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। নিখোঁজ হয়ে গেলেন ২৪ বছরের ভারতীয় তরুণী সিমরন। ঘটনা নিউ জার্সির। স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার হঠাৎ করেই গায়েব হয়ে যান সিমরন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শেষবার সিমরনকে একটি মোবাইল ফোনে কিছু দেখতে ও চারপাশে তাকিয়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কারও জন্য অপেক্ষা করছিলেন তিনি। এরপরই নিখোঁজ হন, আর কোথাও তাঁর হদিস মেলেনি।
পুলিশ সূত্রে খবর, ২০ জুন সিমরন ভারত থেকে আমেরিকায় আসেন। উদ্দেশ্য ছিল একটি পূর্ব-নির্ধারিত বিবাহ—এনআরআই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছিল তাঁর। তার আগেই এমন রহস্যময়ভাবে উধাও হয়ে যাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তাঁর ফোনের কললিস্ট, আগমন-যোগাযোগের ইতিহাস ও মার্কিন আগমন সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রত্যেক সম্ভাব্য সূত্র যাচাই করা হচ্ছে।
এই ঘটনাকে ঘিরে প্রবাসী ভারতীয় সমাজে ছড়িয়েছে গভীর উদ্বেগ। তরুণী নিখোঁজ হওয়ার এই ঘটনায় নানা প্রশ্ন উঠে আসছে, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us