/anm-bengali/media/media_files/uISVK7eMESmv9Qz3gDEj.jpg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে সীমান্তে পৌঁছলেন লুবনা নাসির সাবু। তিনি তাঁর মেয়ের সঙ্গে গাজাতেই থাকতেন।
লুবনা নাসির সাবুকে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে সীমান্ত পেরিয়ে মিশরে নিয়ে আসা হয়েছে। ভারত সরকাররে প্রত্যক্ষ সাহায্যে তাঁরা গাজা থেকে মিশরে আসতে পেরেছেন। বর্তমানে তিনি তাঁর মেয়ের সঙ্গে কায়রোতে রয়েছেন। আদতে লুবনা নাসির সাবু জম্মু ও কাশ্মীরের মেয়ে। তিনি মেয়ের সঙ্গে গাজাতে ছিলেন। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীরে ফিরে আসার জন্য মিশরের রাজধানী কায়রোতে অপেক্ষা করছেন। সোমবার তাঁরা রাফাহ সাীমান্ত পার করেন। তাঁরা পরের দিন মিশরের রাজধানীতে এসে পৌঁছন।
PTI IMPACT | After being evacuated from war-torn Hamas-ruled Gaza with the help of Indian missions in the region, Lubna Nazir Shaboo, an Indian from Jammu & Kashmir living in Gaza, is now looking forward to her homeward journey from Cairo to Kashmir with her daughter Karima.… pic.twitter.com/NWJTdQV2e5
— Press Trust of India (@PTI_News) November 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us