ধর্ষণের হুমকি ভিডিওতে? তুরস্কে গ্রেফতার ভারতীয় ইউটিউবার

তুরস্কে গ্রেফতার ভারতীয় ইউটিউবার।

author-image
Tamalika Chakraborty
New Update
indian youtuber


নিজস্ব সংবাদদাতা: তুরস্কে আপত্তিকর মন্তব্যের জেরে গ্রেফতার করা হল এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরকে। ইউটিউবার মালিক এসডি খান তুরস্কের মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর বেশ কয়েকটি ভিডিওতে ওই সমস্ত মন্তব্য শোনা গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

ঘটনার পর তীব্র প্রতিবাদের মুখে পড়েন মালিক। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় ওঠে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, বিতর্ক তৈরি হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেল থেকে সমস্ত আপত্তিকর ভিডিও মুছে ফেলেছেন মালিক। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ওই ভিডিওগুলোর কিছু অংশ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে অন্যান্য প্ল্যাটফর্মে।

arrested bihar

তুরস্কে একাধিক মহল তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা দাবি করলে স্থানীয় পুলিশ মালিককে আটক করে। অভিযোগ আরও গুরুতর— একাধিক ভিডিওতে নাকি ধর্ষণের হুমকিও দিয়েছেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত ও তুরস্কের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বড় অংশ। তুরস্কে পর্যটন ভিসায় গিয়েই বিতর্কিত এই কনটেন্ট বানিয়েছিলেন মালিক, এমনটাই দাবি।