"আমি থাকবো না এই দেশে…" — আমেরিকায় ধরা পড়েই কাঁদলেন ভারতীয় মহিলা, পুলিশের জবাবে শুরু বিতর্ক

আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটক মহিলা।

author-image
Tamalika Chakraborty
New Update
indian woman

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার ইলিনয় রাজ্যের একটি টার্গেট (Target) স্টোরে চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এক ভারতীয় পর্যটক মহিলা। অভিযোগ, স্টোরে টানা সাত ঘণ্টা ধরে ঘোরাঘুরি করার পর তিনি প্রায় $1,300 মূল্যের জিনিস চুরি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

স্টোর কর্মীরা জানান, ওই মহিলা সকাল থেকে দোকানে ছিলেন। নানা পণ্য তুলে নিচ্ছিলেন, ফোনে কিছু যাচাই করছিলেন, এদিক-ওদিক হাঁটছিলেন — সব মিলিয়ে তাঁর আচরণে সন্দেহ হয় কর্মীদের। শেষে যখন তিনি পশ্চিম দরজা দিয়ে দোকান ছেড়ে বেরোতে যান, তখনই কর্মীরা পুলিশে খবর দেন।

Arrest

স্থানীয় পুলিশের দাবি, ওই মহিলা আমেরিকার নিয়ম-কানুন না বুঝেই এই কাজ করেছেন বলে জানান। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি নিজেই পুলিশের কাছে ক্ষমা চেয়ে বলেন, "আমি দুঃখিত। যদি এটা ভুল হয়ে থাকে, আমি দুঃখিত। আমি এই দেশের বাসিন্দা নই, আমি এখানেই থাকছি না। আমি পেমেন্ট করে দিতে চাই।"

কিন্তু তখনই এক মহিলা পুলিশ অফিসার কটাক্ষ করে প্রশ্ন করেন, "আপনি কি ভারতে চুরি করতে পারেন? আমি তো শুনিনি এমনটা সেখানে অনুমোদিত!"

এই ঘটনাকে ঘিরে ভারতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন, একজন পর্যটকের সঙ্গে এমন ব্যবহার মোটেই শোভন নয়, আবার কেউ কেউ মনে করছেন, আইন লঙ্ঘন করলে তার জবাবদিহি হতেই হবে।