নেপালে ভারতীয় পর্যটক বহনকারী বাসে পাথর নিক্ষেপ, বিশেষ বিমানে ফেরানো হল পর্যটকদের

নেপালে হামলার মুখে পড়লেন ভারতীয় পর্যটকবাহী একটি বাস।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal protest aaa

নিজস্ব সংবাদদাতা: নেপালে অশান্তির মধ্যে ভারতীয় পর্যটকদের উপর হামলা! সোনৌলি সীমান্তের কাছে ৪৯ জন ভারতীয় পর্যটনকারী বহনকারী একটি বাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়, ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।

পর্যটকরা কাঠমান্ডু থেকে পশুপতিনাথ মন্দিরে দর্শন করে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। বাসের চালক রামু নিশাদ জানিয়েছেন, “আমরা মন্দির থেকে ফিরে যাচ্ছিলাম, হঠাৎই একটি দলো আমাদের বাস ঘিরে ধরে, কোনো কারণ ছাড়াই হামলা চালায়। বাসে নারী ও বৃদ্ধ লোকজনও ছিলেন, তবু হামলাকারীরা পাত্তা দেয়নি।”

পাথর নিক্ষেপের ফলে বাসের জানালা ভেঙে যায় এবং যাত্রীরা আহত হন। আহতদের কাঠমান্ডুর  হাসপাতালে ভর্তি করা হয়।

nepal violence

পরবর্তীতে ভারতীয় দূতাবাস নেপালি সরকারের সঙ্গে সমন্বয় করে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে, যাতে বাকি পর্যটকরা নিরাপদে ভারতের উদ্দেশ্যে ফেরত আসতে পারেন।