আমেরিকায় স্ত্রী, পুত্রকে খুন করে আত্মহত্যা ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তার! কারণ নিয়ে ধোঁয়াশা

আমেরিকায় স্ত্রী, পুত্রকে খুন করে আত্মহত্যা করেন ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা হর্ষবর্ধন এস কিক্কেরি স্ত্রী ও পুত্রকে হত্যা করে আত্মহত্যা করেছেন আমেরিকায় বলে জানা গিয়েছে। হর্ষবর্ধনের আর একটি ছেলে ঘটনার সময় বাড়ির বাইরে থাকায়, তিনি বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।  মার্কিন প্রশাসন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, হর্ষবর্ধন এস কিক্কেরি, তাঁর স্ত্রী শ্বেতা পানিয়াম ও তাঁদের ১৪ বছরের ছেলে।  কাউন্টি শেরিফের অফিস এখনও নিহত নাবালক ছেলের নাম প্রকাশ করেনি।  তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪ বছরের কিশোরের নাম ধ্রুব কিক্কেরি। 

dead body .jpg

জানা গিয়েছে, হর্ষবর্ধন এস কিক্কেরি মূলত কর্ণাটকের মান্ড্যা জেলার কেআর পেট তালুকের বাসিন্দা ছিলেন। ৫৭ বছর বয়সি এই ব্যক্তি ভারতের মাইসুরুতে অবস্থিত একটি রোবোটিক্স কোম্পানি হলোওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও ছিলেন। তার স্ত্রী শ্বেতা পানিয়াম, যিনি সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন, ২০১৭ সালে আমেরিকা থেকে তাঁরা ভারতে ফিরে এসে কোম্পানিটির প্রতিষ্ঠা করেন। করোনা মহামারীর সময় কোম্পানিটি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় ও সংস্থাটি ২০২২ সালে বন্ধ হয়ে যায়।  রোবোটিক্সের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন। তিনি মাইক্রোসফটেও কাজ করতেন। কিন্তু কী কারণে পরিবারকে হত্যা করে তিনি আত্মহত্যা করলেন, তা এখনও জানা যায়নি।