ভয়াবহ প্রেমের পরিণতি! নিখোঁজ শালিনীর দেহ ময়লার স্তূপে—লিভ-ইন প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ!

কানাডায় লিভ ইন পার্টনারের হাতে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত।

author-image
Tamalika Chakraborty
New Update
shalini

নিজস্ব সংবাদদাতা: কানাডার অন্টারিও প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত এক মহিলার নিখোঁজ রহস্য নিয়ে দীর্ঘ তদন্তের পর অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর সত্য। হ্যামিলটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০ বছর বয়সি শালিনী সিংহের আংশিক দেহাবশেষ গত মাসে একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয় এবং ডিএনএ পরীক্ষায় তা নিশ্চিত হয়েছে। এই ঘটনার পর শালিনীর লিভ-ইন পার্টনার জেফ্রি স্মিথের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির খুনের অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর শালিনী সিংহের নিখোঁজ হওয়ার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। পরে ২৪ ফেব্রুয়ারি অন্টারিওর হ্যামিলটনের কাছে ক্যালেডোনিয়ার গ্লানব্রুক ল্যান্ডফিল এলাকায় খোঁজ শুরু হয়। তদন্তকারীরা অবশেষে ২১ মে সেখানে খুঁজে পান এক নারীর আংশিক দেহাবশেষ।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

জানা গেছে, অভিযুক্ত জেফ্রি স্মিথ অতীতে একাধিকবার হিংসাত্মক আচরণ করেছে এবং এমনকি একবার তার মায়ের উপরও হামলা চালিয়েছিল। তা সত্ত্বেও শালিনী, যিনি মানসিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁর মুক্তিতে সমর্থন দিয়েছিলেন। কিন্তু সেই সম্পর্কই শেষমেশ হয়ে উঠল তাঁর মৃত্যুর কারণ।

এই নির্মম ঘটনার খবরে কানাডা-সহ ভারতের অভিবাসী সমাজে নেমে এসেছে শোকের ছায়া।