/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার মেলবোর্নে হৃদয়বিদারক ও বর্বর এক হামলায় গুরুতর আহত হন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। ৩৩ বছর বয়সী সৌরভ আনন্দের হাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল হামলার সময়। তবে আশ্চর্যজনকভাবে, চিকিৎসকদের চেষ্টায় তার সেই কাটা হাত আবার জোড়া লাগানো সম্ভব হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই সন্ধ্যায়, অস্ট্রেলিয়ার আলটোনা মেডোজ এলাকার সেন্ট্রাল স্কোয়ার শপিং সেন্টারের সামনে। ওষুধ কিনে বাড়ি ফেরার পথে সৌরভ পাঁচ কিশোরের একটি দুষ্কৃতীচক্রের দ্বারা আকস্মিকভাবে আক্রান্ত হন। পুলিশ জানিয়েছে, হামলাটি ছিল “চূড়ান্ত নৃশংস” এবং একেবারেই পূর্বপরিকল্পিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/03/NaG2oNuPP9FAxeWGKhE5.jpg)
সৌরভ নিজেই জানিয়েছেন, ঘটনার সময় তিনি এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে দেয়। আহত অবস্থায় তার মেরুদণ্ডে চোট লাগে এবং একটি হাত প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
সৌরভকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত পুনরায় জোড়া লাগানো সম্ভব হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ এই বর্বর হামলার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত কিশোরদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মেলবোর্নবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us