“হে সুইট চীকস”—রাস্তার পাশে বারবার অপমান, আয়ারল্যান্ডে অপদস্থ ভারতীয় যুবক

নতুন করে ফের এক ভারতীয় যুবক আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Racism a


নিজস্ব সংবাদদাতা: আয়ারল্যান্ডে এক ভারতীয় যুবক বর্ণবিদ্বেষী হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন। ২২ বছরের ওই যুবক নিজের অভিজ্ঞতা Reddit-এ শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, একদল কিশোর তাঁকে রাস্তায় বারবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে হেনস্থা করেছে।

পোস্টে ওই ভারতীয় যুবক লিখেছেন, “আমি ২২ বছরের একজন ভারতীয়। কাজ শেষে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলাম। ঠিক তখনই একদল কিশোর গাড়িতে বসে আমাকে ডাকতে লাগল। প্রথমে ভেবেছিলাম হয়তো দিকনির্দেশনা চাইছে। আমি কাছে যেতেই তারা আমাকে ব্যঙ্গ করে ‘হে সুইট চীকস’ বলে ডাকল। আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম ধন্যবাদ।”

indian in ireland

কিন্তু ঘটনাটি সেখানেই থামেনি। তিনি আরও লেখেন, “তৃতীয়বার যখন তারা অন্য দিক থেকে এলো, তখনও আমাকে নিয়ে আরও বর্ণবিদ্বেষী গালি দিল। পরে গাড়ি নিয়ে চলে গেল। আমি যখন বাসে উঠছিলাম, তখনও ওরা সেখানেই ছিল। মনে হচ্ছিল, তারা শুধু শিকার খুঁজছিল, যারা তাদের উসকানিতে প্রতিক্রিয়া দেখাবে। আমি সেটা করিনি।”