/anm-bengali/media/media_files/2025/07/29/canadaa-2025-07-29-20-55-45.jpg)
নিজস্ব সংবাদদাতা: কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশে একটি বাণিজ্যিক সমীক্ষার জন্য ব্যবহৃত বিমানেরয় দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। মৃত ব্যক্তির নাম গৌতম সন্তোষ, যিনি কেরালার বাসিন্দা ছিলেন। এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে টরোন্টোতে ভারতীয় কনস্যুলেট জেনারেল।
গত শনিবার সন্ধ্যায় নিউফাউন্ডল্যান্ডের ডিয়ার লেক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে একটি পাইপার নভাহো টুইন-ইঞ্জিন বিমান। আটজন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন এই ছোট বিমানে মাত্র দু’জন ব্যক্তি ছিলেন এবং দু’জনেই ঘটনাস্থলেই নিহত হন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
স্থানীয় সংবাদমাধ্যম CBC জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি বাণিজ্যিক জরিপের উদ্দেশ্যে উড়েছিল। কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে কানাডার বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা। মৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক থাকায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে।
গৌতমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কেরালায়। পরিবারের সদস্যরা কানাডা সরকারের কাছে দেহ ফেরত আনার আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা কানাডায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের আবহ তৈরি করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us