/anm-bengali/media/media_files/2025/11/12/indian-man-2025-11-12-10-18-19.png)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় বসবাসরত এক ভারতীয় যুবক সচিন সিন্ধু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক হৃদয়বিদারক ঘটনা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে। তাঁর ৮০ বছরের প্রতিবেশী, বৃদ্ধ শাফার (Shafar) নিজের বাড়িতেই নিঃসঙ্গভাবে মৃত্যুবরণ করেন। পাশে ছিল না পরিবার, স্ত্রী বা সন্তান— ছিলেন একা, একেবারে একা।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে সচিন চোখ ভরা জল নিয়ে বলেন, “আমি ওঁকে প্রায় একমাত্র চিনতাম। ওঁর সঙ্গে কথা বলতাম, খোঁজ নিতাম। কিন্তু কয়েকদিন ধরে কোনও সাড়া পাচ্ছিলাম না।”
সচিন জানান, বারবার ফোন করেও কোনও উত্তর না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বাড়ির অতিরিক্ত চাবি ব্যবহার করে দরজা খুলতেই দেখেন, শাফার বিছানায় নিথর হয়ে পড়ে আছেন। তড়িঘড়ি পুলিশ ডাকা হয়, এবং ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সচিনের গলায় ছিল গভীর কষ্টের সুর— “কোনও স্ত্রী নেই, সন্তান নেই, কেউ খোঁজ নেয়নি। আমি-ই হয়তো একমাত্র মানুষ ছিলাম, যিনি ওঁর সঙ্গে নিয়মিত কথা বলতাম।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
এরপর তিনি ভিডিওতে বলেন, “আমেরিকার সমাজের সবচেয়ে খারাপ দিক হলো, এখানে পরিবার একসঙ্গে থাকে না। বাবা-মা সন্তানদের সঙ্গে থাকতে চান না, আর সন্তানরাও বাবা-মাকে নিজের কাছে রাখতে চায় না। এখানে পরিবার নামের একটা সংস্কৃতি প্রায় নেই বললেই চলে।”
এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম ও এক্স (Twitter)-এ। হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন, আমেরিকার এই নিঃসঙ্গ জীবনের বাস্তবতা নিয়ে। কেউ লিখেছেন, “টাকার পিছনে দৌড়াতে গিয়ে আমরা মানুষ হারাচ্ছি।” আবার কেউ লিখেছেন, “এটাই পশ্চিমা সমাজের একাকীত্বের মুখ।”
সচিনের এই ভিডিও এখন শুধু এক ব্যক্তির দুঃখ নয়, বরং এক সমাজের নিঃসঙ্গতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us