ভারতীয় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বড় ধাক্কা! পরিবারভিত্তিক ভিসায় কড়াকড়ি আনল আমেরিকা

ভারতীয়দের গ্রিন কার্ড পেতে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump


নিজস্ব সংবাদদাতা: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) নতুন নীতি নির্দেশিকা জারি করল, যা এবার সরাসরি প্রভাব ফেলতে চলেছে ভারতসহ বহু দেশের পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের ওপর। যুক্তরাষ্ট্রে পরিবার পুনর্মিলনের এই প্রক্রিয়ায় ভারত অন্যতম বৃহৎ আবেদনকারী দেশ হওয়ায়, নতুন নিয়মে বদল আসায় আবেদনকারীদের জন্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া হবে আরও কঠোর।

america visa

USCIS-এর এই আপডেট এখন থেকে সংস্থার নীতি-ম্যানুয়ালের অংশ হিসেবে কার্যকর হবে। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, স্বামী-স্ত্রী, সন্তান, বাবা-মা বা ভাই-বোন—যে কোনও সম্পর্কের ভিত্তিতে করা আবেদনপত্র এখন আরও সূক্ষ্মভাবে যাচাই হবে। দেখা হবে সম্পর্কটি কতটা প্রকৃত, সঠিক নথিপত্র জমা দেওয়া হয়েছে কি না, এবং আইনত বৈধ কি না।

সংস্থা স্পষ্ট জানিয়েছে, প্রকৃত পরিবার পুনর্মিলন ও তথাকথিত "জাল, ভিত্তিহীন বা অযথা" আবেদনগুলির মধ্যে তারা এখন আরও স্পষ্ট সীমারেখা টানবে। USCIS-এর মতে, এমন ভুয়ো বা অযথা আবেদনগুলি কেবল বৈধ পরিবারভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা নষ্ট করে না, বরং যুক্তরাষ্ট্রে পরিবার ঐক্যের ধারণাকেও ক্ষতিগ্রস্ত করে।