/anm-bengali/media/media_files/2025/07/25/thailand-cambodia-2025-07-25-13-04-30.jpg)
নিজস্ব সংবাদদাতা: কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে শনিবার ভারতীয় দূতাবাস একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। কম্বোডিয়ায় বসবাসরত সমস্ত ভারতীয় নাগরিকদের সীমান্তবর্তী অঞ্চলে যাতায়াত এড়াতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সীমান্ত এলাকাগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।” পাশাপাশি, জরুরি পরিস্থিতির জন্য একটি হেল্পলাইন নম্বরও শেয়ার করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/25/thailand-cambodia-war-2025-07-25-22-05-10.webp)
শনিবার কম্বোডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে দুই দিনব্যাপী সংঘর্ষে। মৃতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক এবং পাঁচজন সেনা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মালি সোচেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গত দুই দিনে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আমাদের সেনা ও নিরীহ জনগণ। এটি অত্যন্ত উদ্বেগজনক।”
উভয় পক্ষের মিলিত মৃত্যুর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৩২-এ। সংঘর্ষের পেছনে জমি ও সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনই মূল কারণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতেই দূতাবাস থেকে দ্রুত সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us