বিপদ হতে পারে যে কোনও সময়! ইরান সফরে "না" ভারতীয় দূতবাসের

ভারতীয় দূতাবাসের তরফে নাগরিকদের ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
iran israel confluct  a


নিজস্ব সংবাদদাতা: ইরানে চলমান নিরাপত্তাজনিত উত্তেজনার জেরে ভারতীয় নাগরিকদের জন্য জারি হল জরুরি সতর্কতা। তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস মঙ্গলবার গভীর রাতে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে, কোনও ভারতীয় যেন অত্যাবশ্যক না হলে ইরানে যাত্রা না করেন।

দূতাবাসের তরফে জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইরানে নিরাপত্তা পরিস্থিতি আশঙ্কাজনকভাবে অবনতি ঘটেছে। তাই নতুন করে যাঁরা সেখানে যাওয়ার কথা ভাবছেন, তাঁদের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে, যাঁরা ইতিমধ্যেই ইরানে অবস্থান করছেন, তাঁদের জন্য দূতাবাসের পরামর্শ— সর্বদা সতর্ক থাকুন এবং প্রয়োজনবোধে উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইট কিংবা ফেরি পরিষেবার মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসার চেষ্টা করুন।

indian in iran

 কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, ইরানে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা হুমকির জেরে এই সতর্কতা জারি করা হয়েছে, যাতে ভারতীয় নাগরিকদের জীবন ঝুঁকিতে না পড়ে।

বর্তমানে পশ্চিম এশিয়ায় যে অস্থিরতা দেখা দিয়েছে, তাতে ইরান অন্যতম স্পর্শকাতর কেন্দ্র হয়ে উঠেছে। এর আগে একাধিক বিদেশি দূতাবাসও তাদের নাগরিকদের জন্য এমনই সতর্কবার্তা জারি করেছে।