নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা যেন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু চিকিৎসক ও মেডিকেল ছাত্রছাত্রী। এবার তাঁদের পাশে দাঁড়ালেন সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী এক ভারতীয় চিকিৎসক ও সমাজসেবী ড. শামশীর ভায়ালিল।
তিনি ঘোষণা করেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তিনি ৬ কোটি টাকা আর্থিক সাহায্য দেবেন। এই অর্থ সরাসরি বিতরণ করা হবে বিজে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে।
আবু ধাবি থেকে এই মানবিক সহায়তার ঘোষণা দেন ড. ভায়ালিল। তিনি সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা সংস্থা বুরজিল হোল্ডিংস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পাশাপাশি তিনি ভিপিএস হেলথ-এর ব্যবস্থাপনা পরিচালক।
এই ঘটনার পর ভায়ালিল বলেন, "আমি নিজেও একসময় মেডিকেল হোস্টেলে থেকেছি। তাই ছাত্রছাত্রীদের যন্ত্রণা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এমন এক দুঃসহ ঘটনার খবর দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই কিছু একটা করা জরুরি মনে হয়েছে।"
তিনি আরও জানান, ম্যাঙ্গালুরুর কস্তুরবা মেডিকেল কলেজ ও চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিকেল কলেজে তাঁর ছাত্রজীবনের অভিজ্ঞতা তাঁকে এই সহানুভূতি ও দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে শিখিয়েছে।
এই আর্থিক সাহায্য প্রাপ্ত পরিবারগুলোর পুনর্গঠনে উল্লেখযোগ্য সহায়তা করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us