নিজের দেশে ফিরে যাও! আয়ারল্যান্ডে ভারতীয়দের নিশানা! একের পর এক হামলা, এবার ডাবলিনে ক্যাবচালক লাখবীর সিং আক্রান্ত

আয়ারল্যান্ডে ভারতীয়দের নিশানা করে একের পর এক হামলার ঘটনা প্রকাশ্যে আসছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dublin


নিজস্ব সংবাদদাতা: আয়ারল্যান্ডে ফের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির উপর বর্বর হামলা! ডাবলিনের বালিমুনে নিজের গাড়িতে বসে থাকা অবস্থায় এক ভারতীয় ক্যাবচালকের মাথায় বোতল মেরে রক্তাক্ত করল দুই যুবক। শুধু তাই নয়, হামলার পরে তারা চিৎকার করে বলেছিল, "তোমার নিজের দেশে ফিরে যাও!"

আক্রান্ত ব্যক্তির নাম লাখবীর সিং, যিনি পেশায় একজন ক্যাবচালক। ডাবলিনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি উত্তর ডাবলিনের এক এলাকা থেকে দুই যুবককে (বয়স আনুমানিক ২০ বা ২১) তুলেছিলেন এবং তাদের গন্তব্য ছিল পপিনট্রি। কিন্তু গাড়ি থামার পরেই সেই দুই যুবক আচমকা দরজা খুলে তাকে আক্রমণ করে। মাথায় দু’বার বোতল দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর জখম হন।

এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই টালাঘটে এক ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিককে কিশোর গ্যাং মারধর করে ও বিবস্ত্র করে। অন্যদিকে, ডাবলিনে আরেকজন ৩২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতিকেও কিশোররা নির্মমভাবে মারধর করে।

ireland

এই একের পর এক হামলা আয়ারল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপে থাকা বহু অভিবাসী এবং মানবাধিকার সংগঠন।

ভুক্তভোগী লাখবীর সিং জানান, “আমি ওদের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করিনি। কোনও কথাবার্তা ছাড়াই, হঠাৎই আমাকে মারধর শুরু করে। মনে হচ্ছে, আমি শুধু ভারতীয় বলেই এই আক্রমণের শিকার।”

স্থানীয় পুলিশ (Gardaí) ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।