জাতিসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত! কাশ্মীর ইস্যুতে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’-এর মুখে নীতিকথা সহ্য নয়!

জাতিসংঘে পাকিস্তানকে কার্যত কোনঠাসা করে দিল ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
united nation

নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফের কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার কড়া জবাব দেওয়া হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বক্তব্যের জবাবে, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি. হরিশ পাকিস্তানকে একহাত নেন।

ইসহাক দার তাঁর বক্তব্যে দাবি করেন, “কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল,” এবং ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তগুলি তিনি ‘দুঃখজনক ও অন্যায্য’ বলে অভিহিত করেন। একইসঙ্গে, তিনি ভারতের বিরুদ্ধে সিন্ধু জলচুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘকে অনুরোধ করেন, যেন কাশ্মীর ইস্যুতে তারা হস্তক্ষেপ করে এবং নিরাপত্তা পরিষদের ‘প্রাসঙ্গিক প্রস্তাব’-এর ভিত্তিতে সমাধান চায়।

pakistan deputy pm

এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে, পি. হরিশ স্পষ্ট ভাষায় বলেন, “একটি দেশ, যারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে, সন্ত্রাসবাদে মদত দেয়, তারা আমাদেরকে নীতি শেখাতে পারে না।” তিনি পাকিস্তানকে ‘অভিনব দ্বিচারিতা’র উদাহরণ হিসেবে বর্ণনা করে বলেন, “আন্তর্জাতিক মঞ্চে শান্তির কথা বললেও, বাস্তবে পাকিস্তানই অঞ্চলজুড়ে সহিংসতা ও উগ্রপন্থার উৎসাহদাতা।”

ভারত এই প্রথম নয়, বারবার জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগের জবাব দিয়েছে। এবারও কাশ্মীর ও জলচুক্তি ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে পাকিস্তানকে কূটনৈতিকভাবে কোণঠাসা করে দিল ভারত।