মস্কোর তেল কিনে কোটি কোটি মুনাফা করছে ভারত? মার্কিন অর্থমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বিশ্ব রাজনীতি!

রাশিয়া থেকে তেল কিনে কোটি কোটি মুনাফা লুটছে ভারত বলে ফের বিস্ফোরক অভিযোগ করল আমেরিকা।

author-image
Tamalika Chakraborty
New Update
us finance xecretary


নিজস্ব সংবাদদাতা: আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আবারও ভারতের ওপর সরাসরি অভিযোগ তুললেন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে। সম্প্রতি  এক সাক্ষাৎকারে তিনি বলেন, মস্কো থেকে ডিসকাউন্টে অপরিশোধিত তেল কিনে ভারত তা পরিশোধন করে আবার বিক্রি করছে, যা তিনি “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। বেসেন্টের অভিযোগ, এই প্রক্রিয়ায় ভারত শুধু মুনাফা লুটছে এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞা ভেঙে ফায়দা তুলছে।

তিনি বলেন, “ভারতের এই আরবিট্রাজ — সস্তায় রাশিয়ার তেল কিনে তা পরিশোধিত তেল হিসেবে রপ্তানি করা — যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বেড়েছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তারা শুধু মুনাফার জন্য করছে।”

modi trump

এদিকে ভারত বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যে, দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা মেটাতে এবং সাধারণ মানুষকে বৈশ্বিক তেলের দামের ধাক্কা থেকে বাঁচাতে সস্তা রাশিয়ান তেল কেনা জরুরি। দিল্লি স্পষ্ট জানিয়েছে, এটি একান্তই জাতীয় স্বার্থের প্রশ্ন, এবং আন্তর্জাতিক চাপের কাছে মাথা নোয়াবে না।