/anm-bengali/media/media_files/2025/06/21/indian-in-iran-2025-06-21-13-27-32.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে শুরু হওয়া ভারত সরকারের উদ্ধার অভিযান "অপারেশন সিন্ধু"-তে এবার যুক্ত হল নতুন মাত্রা। শুধুমাত্র ভারতীয়দের নয়, এবার সেই একই অভিযানের আওতায় ইরানে আটকে পড়া নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও উদ্ধার করবে ভারত। শনিবার এমনটাই জানিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
দূতাবাসের তরফে জানানো হয়েছে, নেপাল ও শ্রীলঙ্কা সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ জানিয়েছিল তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য। সেই অনুরোধ গ্রহণ করে ভারত সরকার এখন তাদেরও উদ্ধার করছে ইরান থেকে। ভারতীয় দূতাবাস ইতিমধ্যে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে এবং নাগরিকদের টেলিগ্রাম ও জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। এই নম্বরগুলি হল: +989010144557, +989128109115, এবং +989128109109।
ইরানে ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ এবং তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে গোটা অঞ্চল। এর ফলে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, এবং বহু মানুষ আটকে পড়ছেন বিভিন্ন শহরে। সেই কারণেই জরুরি ভিত্তিতে ভারত সরকার এই উদ্ধার অভিযান শুরু করেছে।
শনিবার সকালেই অপারেশন সিন্ধুর আওতায় প্রথম বিমানটি অশগাবাত (তুর্কমেনিস্তান) থেকে দিল্লিতে এসে পৌঁছায়। ওই বিমানে ছিলেন ইরান থেকে সরিয়ে আনা বহু ভারতীয় নাগরিক। এখন সেই একই ব্যবস্থায় নেপাল ও শ্রীলঙ্কার মানুষজনও দেশে ফেরার সুযোগ পাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us