নিজস্ব সংবাদদাতা: একজন ২৯ বছর বয়সি ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে দুবাইয়ের জুমেইরা সমুদ্র সৈকতে স্কুবা ডাইভিংয়ের সময়। ছুটিতে পরিবারসহ বেড়াতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
মৃত যুবকের নাম আইজ্যাক পল ওলাক্কেনগিল। তিনি কেরালার বাসিন্দা এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার ছিলেন। শুক্রবার স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ চলাকালে জলের নিচে শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁর এক আত্মীয় সংবাদমাধ্যমকে এই খবর দেন।