চিন-ভারত সম্পর্ক ঘিরে নতুন মোড়! গালওয়ানের পর জয়শঙ্কর বললেন – “বর্ডার না শান্ত থাকলে, সম্পর্ক সম্ভব নয়”

চিনে গিয়ে কঠোর বার্তা দিলেন এস জয়শঙ্কর।

author-image
Tamalika Chakraborty
New Update
china jaishankar

নিজস্ব সংবাদদাতা: গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে চিন সফরে গিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে মিলিত হলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার চিনের মাটিতে মুখোমুখি দুই দেশের শীর্ষ কূটনীতিক। বৈঠকে জয়শঙ্কর সাফ জানিয়ে দেন— ভারত ও চিনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেগুলিকে কখনওই দ্বন্দ্ব বা সংঘাতে পরিণত করা উচিত নয়।

বৈঠকে তিনি সীমান্ত ইস্যুর পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও খোলাখুলি আলোচনা করেন। জয়শঙ্কর স্পষ্ট জানান, ''কোনওরকম নিষেধাজ্ঞা বা কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করে একে অপরকে ঠেকানোর সময় নয় । বরং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময়, ও বাণিজ্যিক সহযোগিতার পথকেই শক্তিশালী করতে হবে।''

s jaishankarty2.jpg

তিনি আরও বলেন, ভারত-চিন সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকাই যে দুটি দেশের সুস্থ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল চাবিকাঠি, তা আবারও স্পষ্ট করে দেন তিনি।

এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের মধ্যে উত্তেজনা ও অবিশ্বাসের যে দেওয়াল গড়ে উঠেছিল, এই বৈঠক সেই বরফ গলানোর প্রাথমিক পদক্ষেপ হতে পারে বলেই মনে করছেন কূটনীতিক মহল।