/anm-bengali/media/media_files/2025/08/01/india-america-relation-2025-08-01-11-39-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ফের সরব হলো আমেরিকা। বৃহস্পতিবার এক বিস্ফোরক মন্তব্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সরাসরি অভিযোগ করেন, ভারতের রাশিয়ান তেল কেনা মস্কোর ইউক্রেন যুদ্ধকে টিকিয়ে রাখতে সাহায্য করছে, আর এই বিষয়টি ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কে বড় রকমের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যদিও এটিই একমাত্র অস্বস্তির কারণ নয় বলেও তিনি জানান।
রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট এই ইস্যুতে ক্ষুব্ধ। তাঁর মতে, আজকের বিশ্বে যেখানে তেল সরবরাহকারীর অভাব নেই, সেখানে ভারত এখনও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনে, যা কার্যত ইউক্রেনে যুদ্ধ চালানোর রসদ জোগানোর সমান।
রুবিও আরও বলেন, “ভারতের বিরাট আকারের শক্তি চাহিদা রয়েছে। তেল, কয়লা, গ্যাস—সবকিছুই তাদের দরকার, কারণ সেই শক্তিতেই দেশ চালানো হয়। রাশিয়া তাদের জন্য এই তেল সরবরাহ করে। রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা আছে, আর সেই কারণে এটি সস্তা। অনেক সময় তারা বিশ্ববাজারের দামের চেয়েও কম দামে তেল বিক্রি করছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/j6p9r05JbgD27Yiznsky.png)
এই পরিস্থিতি যে আমেরিকার কপালে ভাঁজ ফেলছে, তা স্পষ্ট মার্কো রুবিওর মন্তব্যে। কূটনৈতিক শিবির মনে করছে, মার্কিন প্রশাসনের এই অস্বস্তি আগামী দিনে ভারত-মার্কিন সম্পর্কের বুনিয়াদে প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভারত কৌশলগতভাবে নিজের শক্তি নিরাপত্তা রক্ষায় সচেষ্ট। তবে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান, জ্বালানি চুক্তি, এবং ভূরাজনৈতিক সম্পর্ক সব কিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us