"পাকিস্তানে চলছে জঙ্গল রাজ!" — কারাগার থেকে বিস্ফোরণ ইমরানের

কারাগার থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানে জঙ্গলরাজ চলছে।

author-image
Tamalika Chakraborty
New Update
imran khan

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আবারও সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ খুললেন। এবার কারাগার থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করার ঘটনাকে কটাক্ষ করে ইমরান বলেন, “ফিল্ড মার্শাল নয়, বরং ‘রাজা’ উপাধি দিলেই মানাতো বেশি। কারণ এখন পাকিস্তানে চলছে জঙ্গলের আইন — আর জঙ্গলে একজনই রাজত্ব করে।”

গত মঙ্গলবার জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে তাঁর ভূমিকার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানানো হয়। পাকিস্তানের ইতিহাসে এটাই দ্বিতীয়বার কোনো সেনা কর্মকর্তাকে এই পদমর্যাদা দেওয়া হলো।

PAKISTAN ARMY CHIEF

ইমরান খানের এই মন্তব্য পাকিস্তানে আবারও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। তাঁর ভাষ্য, সেনাবাহিনী এখন কার্যত দেশের সবকিছু নিয়ন্ত্রণ করছে, যেখানে গণতন্ত্র ও আইনের শাসনের কোনো স্থান নেই।