/anm-bengali/media/media_files/2025/07/21/us-detaintion-camp-q-2025-07-21-19-41-17.jpg)
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কড়াকড়ি বহুদিন ধরেই আলোচনার বিষয়। তবে ‘ট্রাম্প ২.০’ সরকার গঠনের পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এক চাঞ্চল্যকর রিপোর্টে দক্ষিণ ফ্লোরিডায় অবস্থিত ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) পরিচালিত ডিটেনশন সেন্টারগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
'Americans for Immigrant Justice', 'Human Rights Watch' এবং 'Sanctuary of the South' — এই তিনটি মানবাধিকার সংগঠন যৌথভাবে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ফ্লোরিডার ডিটেনশন শিবিরে আটক অভিবাসীরা ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। রিপোর্টে উল্লেখ রয়েছে, অনেককেই জোর করে আটকে রাখা হচ্ছে, দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা বা আইনি সহায়তা, এমনকি পানিও খাবারের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে বলে অভিযোগ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/21/us-detaintion-camp-2025-07-21-19-41-47.jpg)
এছাড়াও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে বন্দিদের প্রতি রূঢ় ও বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ। কিছু বন্দিকে নাকি দিনের পর দিন আলাদা করে ‘শাস্তিমূলক সেলে’ রাখা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতি শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং আমেরিকার অভ্যন্তরীণ সংবিধানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
অভিযোগ উঠেছে, এই অবস্থা চলতে থাকলে অসংখ্য অভিবাসনপ্রত্যাশী মানুষ মারাত্মক শারীরিক ও মানসিক বিপর্যয়ের শিকার হবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us