/anm-bengali/media/media_files/2025/08/19/semi-truck-driver-2025-08-19-19-11-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। ঘটনাটি ঘটে যখন এক সেমি-ট্রাকের চালক, যিনি অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন, ফ্লোরিডা টার্নপাইকে হঠাৎ ইউ-টার্ন নিতে যান। এতে ট্রাকটির ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই ভয়ংকর ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে জানা যায়, চালকের নাম হরজিন্দর সিং, তিনি ভারতের এক শিখ নাগরিক। অবৈধ অভিবাসী হয়েও তিনি ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (DMV) থেকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। এ তথ্য সামনে আসতেই যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
এ ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে তীব্র সমালোচনায় আক্রমণ করেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এক্স প্ল্যাটফর্মে লিখেছে, “গ্যাভিন নিউজম আর কতদিন আমেরিকানদের জীবনের নিরাপত্তা নিয়ে খেলবেন? আর কত নিরপরাধ মানুষকে প্রাণ হারাতে হবে?”
ডিএইচএস জানিয়েছে, তারা দিনরাত কাজ করছে যাতে অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করা যায় এবং আমেরিকার জনগণের নিরাপত্তা সুরক্ষিত রাখা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us