ইরান কি আবার পারমাণবিক অস্ত্রে ফিরছে? জাতিসংঘের সতর্কবার্তায় উদ্বেগ চরমে!

ইরান চাইলেই কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু করতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
khamenei


নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মার্কিন বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি "সম্পূর্ণভাবে ধ্বংস" হয়েছে বলে দাবি করলেও, সেই দাবিকে ঘিরে বড়সড় প্রশ্ন তুলে দিল জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—হামলার ফলে ইরানের পরমাণু কাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা মোটেই পুরোপুরি ধ্বংস হয়নি।

রবিবার এক সাক্ষাৎকারে রাফায়েল গ্রোসি বলেন, “এটা পরিষ্কার যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচণ্ড, কিন্তু সেটি সম্পূর্ণ ধ্বংস নয়।” এই বক্তব্য সরাসরি বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির, যেখানে তিনি বলেছিলেন, “আমেরিকা ইরানের পরমাণু পরিকাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।”

Trump

IAEA প্রধান আরও ইঙ্গিত দিয়েছেন যে, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু করতে পারে। এই মন্তব্যে স্পষ্ট হয়ে উঠছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার চোখে ইরানের পরমাণু হুমকি এখনও সম্পূর্ণভাবে মুছে যায়নি।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—যদি ইরানের পরমাণু কর্মসূচি এখনও কার্যকর থাকে, তবে ট্রাম্প প্রশাসনের ‘বিজয়ের ঘোষণা’ আদৌ কতটা বাস্তবসম্মত?