/anm-bengali/media/media_files/2025/09/24/donald-trump-ass-2025-09-24-07-25-02.jpg)
নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, মাত্র সাত মাসের মধ্যেই তিনি এমন সব কাজ করে দেখিয়েছেন, যেগুলোকে সবাই অসম্ভব বলে মনে করত। ট্রাম্প বলেন, তিনি সাতটি “শেষ না হওয়া” যুদ্ধের অবসান ঘটিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/16/donald-trump-2025-07-16-01-34-35.jpeg)
তার ভাষায়, “সাত মাসেই আমি সাতটি যুদ্ধ শেষ করেছি। এগুলোকে সবাই বলত কখনোই শেষ করা যাবে না। এর মধ্যে কোনো কোনো সংঘাত চলছিল ৩১ বছর ধরে, আবার কোনোটা টানা ৩৬ বছর ধরে। সেইসব রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছিল, আমি থামিয়ে দিয়েছি।”
ট্রাম্প আরও দাবি করেন, তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তার তালিকায় ছিল কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘাত, সার্বিয়া, কঙ্গো ও রুয়ান্ডার গৃহযুদ্ধ, পাকিস্তান ও ভারতের বিবাদ, ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব, মিশর ও ইথিওপিয়ার টানাপোড়েন, এবং আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাত।
এছাড়া তিনি আবারও বলেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে তিনি নাকি সরাসরি ভূমিকা রেখেছেন। যদিও ভারত বারবার এই দাবি অস্বীকার করেছে, তবুও ট্রাম্প জাতিসংঘের মঞ্চে আবারো একই বক্তব্য পুনরাবৃত্তি করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us