নিজস্ব সংবাদদাতা: রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়—ঘাতকদের মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী সোনম রঘুবংশীর বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, স্বামীকে হত্যার জন্য সোনম প্রাথমিকভাবে ৪ লক্ষ টাকা প্রস্তাব দিলেও পরে তা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করেন বলে একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে।
জানা গিয়েছে, সোনম ঘটনাস্থলে ঘাতকদের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন এবং প্রতিশ্রুতি দেন যে হত্যাকাণ্ড সফলভাবে ঘটলে বাকি অর্থ বুঝিয়ে দেবেন। যদিও এই আর্থিক লেনদেনের বিষয়টি এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
তদন্তে আরও প্রকাশ, যাঁদের সোনম ভাড়া করেছিলেন রাজাকে হত্যার জন্য, সেই তিন অভিযুক্তের সঙ্গে সোনম ও রাজার প্রথম দেখা হয়েছিল বেঙ্গালুরুতে। সেখান থেকেই তাঁরা একসঙ্গে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হন।
/anm-bengali/media/media_files/2025/06/09/V8mbKd4n6wuym74qqenI.JPG)
উল্লেখ্য, রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর বিয়ে হয়েছিল ১১ মে, মধ্যপ্রদেশের ইন্দোরে। ২০ মে তাঁরা মেঘালয়ে হানিমুনে যান। আর সেখানেই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড।
এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সোনম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে পুরোদমে।