/anm-bengali/media/media_files/2025/11/05/itai-chain-2025-11-05-08-20-09.png)
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল-গাজা যুদ্ধের তপ্ত পরিবেশের মাঝেই উঠে এল এক গভীর আবেগের খবর। অবশেষে ইসরায়েল পেল ইটাই চেনের দেহাবশেষ—গাজা থেকে উদ্ধার হওয়া শেষ মার্কিন-ইসরায়েলি বন্দির দেহ ফিরল দেশে। মার্কিন মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই এই অবশিষ্ট হস্তান্তর হয় বলে জানানো হয়েছে।
চরম সতর্কতার মধ্যে রেড ক্রসের হাত ধরে কফিন পৌঁছয় ইসরায়েলি বাহিনীর কাছে। পরে ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত করা হয় পরিচয়। এই শনাক্তকরণের পরে গাজায় এখনো সাত মৃত বন্দির দেহ রয়েছে বলে অনুমান করছে তেল-আভিভ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/31/hamas-leader-2025-08-31-22-11-06.jpg)
তরুণ সেনা ইটাই চেন—আর্মার্ড কর্পসের স্টাফ সার্জেন্ট। গত ৭ অক্টোবর গাজার সীমান্ত চৌকিতে হামলার সময় নিহত হন। তাঁর দেহ সেদিনই গাজায় নিয়ে যাওয়া হয়। পরিবারের এক বন্ধু জানিয়েছেন, “সবসময় হাসিখুশি, মজার মানুষ, যেখানেই যেত আলো ছড়াত।” স্কাউট, বাস্কেটবলপ্রেমী—দ্বিতীয় সন্তান তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর শোকবার্তায় জানিয়েছে—জাতি ইটাইকে স্মরণ করছে, পরিবারের গভীর বেদনায় পাশে রয়েছে দেশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us