১২ দিন ধরে তুষার ঝড়ে পা ভেঙে আটকে রুশ পর্বতারোহী! ক্রমেই বাঁচার আশা ক্ষীণ হচ্ছে

রাশিয়ার পর্বতারোহী ১২ দিন ধরে তুষার ঝড়ে আটকে পড়েছেন। পা ভেঙে যাওয়ার কারণে তিনি নামতে পারছেন না। অন্যদিকে, খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ১২ দিন ধরে মধ্য এশিয়ার কিরগিজস্তানের ভয়ংকর পাহাড়ে আটকে আছেন এক মহিলা পর্বতারোহী। তাঁর নাম নাতালিয়া নাগোভিৎসিনা। চীনের সীমানায় অবস্থিত জেনগিশ চোকুসু বা ভিক্টরি পিক থেকে নামার সময় ১২ আগস্ট তিনি পা পিছলে পড়ে গুরুতর আহত হন। সেই সময় তাঁর পা ভেঙে যায়, এরপর থেকে তিনি আর পাহাড় থেকে নামতে পারেননি।

ictory pick

কিরগিজস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নাতালিয়াকে উদ্ধারের জন্য একাধিকবার অভিযান চালানো হলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ থেমে গেছে। ইতিমধ্যেই এক উদ্ধারকারী পর্বতারোহীর মৃত্যুও হয়েছে।

রাশিয়া ও ইতালির কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর কয়েকজন পর্বতারোহী তাঁর কাছে পৌঁছাতে সক্ষম হন। তাঁরা খাবার-দাবার এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করেন। কিন্তু প্রবল ঠান্ডা, ঝোড়ো হাওয়া এবং ভয়ংকর পাহাড়ি পরিস্থিতির কারণে তাঁকে নামিয়ে আনা সম্ভব হয়নি।

১২ দিন পার হয়ে গেলেও নাতালিয়া এখনও পাহাড়ের সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেই আটকে আছেন। আর সময় যত গড়াচ্ছে, ততই ক্ষীণ হয়ে আসছে তাঁর উদ্ধারের আশা।