/anm-bengali/media/media_files/2025/11/27/hongkong-fire-2025-11-27-14-20-05.png)
নিজস্ব সংবাদদাতা: হংকং-এর এক আবাসিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুক্রবার ফের দেহ উদ্ধার হলো আরও বহু মানুষের। দমকল বাহিনী একের পর এক ফ্ল্যাটে ঢুকে তল্লাশি চালিয়ে ১২৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে শহরের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।
হংকংয়ের দমকল বিভাগ জানিয়েছে, উদ্ধারকাজের সময় দেখা গিয়েছে বহু ফ্ল্যাটে আগুন লাগার সময় ফায়ার অ্যালার্ম কাজই করেনি। যদিও ঠিক কতগুলি অ্যালার্ম বিকল ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই আবাসনে বহু বয়স্ক মানুষ থাকতেন, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সংস্কারের কাজ চলাকালীন ব্যবহৃত ফোমের প্যানেল এবং জাল দিয়ে ঢাকা বাঁশের মাচা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ভবনে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে সাতটি বড় টাওয়ার। আগুন এতটাই ভয়াবহ ছিল যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর প্রায় একদিন লেগে যায়। আগুন সম্পূর্ণ নেভে ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পরে, শুক্রবার সকাল নাগাদ।
এই ঘটনায় সংস্কারের কাজের সঙ্গে যুক্ত আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন নির্মাণ সংস্থার সাব-কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং সংস্থার ডিরেক্টর এবং প্রকল্প তদারকির দায়িত্বে থাকা ম্যানেজাররা। দুর্নীতি দমন সংস্থা Independent Commission Against Corruption এই গ্রেফতারের কথা জানিয়েছে।
দমকল বাহিনী জানিয়েছে, যে সব ফ্ল্যাট থেকে আগুন লাগার সময় জরুরি ফোন এসেছিল, কিন্তু তখন পৌঁছনো যায়নি, সেগুলিকেই শুক্রবার উদ্ধার অভিযানে অগ্রাধিকার দেওয়া হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। গোটা হংকং জুড়ে এই ঘটনায় শোক এবং আতঙ্কের আবহ তৈরি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us